দলীয় কর্মসূচি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের বড় বড় পরিবর্তন সব সময় তরুণ ও যুব সমাজের হাত ধরেই এসেছে। চব্বিশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও মূল শক্তি ছিল তরুণরাই। তাই তিনি একটি তারুণ্যনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘হ্যালো আওয়ার লিডার’ শীর্ষক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আগ্রহী তরুণদের অংশগ্রহণে জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জেন-জি প্রজন্মের প্রশ্নের মুখোমুখি হন দলটির আমির।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যা হবে নিরাপদ, গর্বের এবং তরুণদের স্বপ্নের দেশ। আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতেই যাবে, তাই আমরা একসঙ্গে কাজ করতে চাই।
তিনি বলেন, তরুণদের ভাবনা জানার জন্য ‘জনতার ইশতেহার’ প্রকাশ করা হয়েছে। তরুণদের চিন্তা ও পরিকল্পনাকে সেই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে। যাদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ, তাদের ভাবনাকেই আমরা গুরুত্ব দেব। তবে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হবে না, যা বাস্তবায়নের সক্ষমতা আমাদের নেই।
জামায়াত আমির আরও বলেন, তিনি শেখাতে নয়, শিখতেই এই অনুষ্ঠানে এসেছেন। তরুণদের সঙ্গে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ রেখে ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার একটি স্বপ্ন ছিল। আল্লাহ যেন তাকে ক্ষমা করে সম্মানিত স্থান দান করেন—এই দোয়া করেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, যারা বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না, তারাই এ ধরনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত। তবে হাদি আজ একটি প্রতীক হয়ে উঠেছেন। তার মতো আরও তরুণ এগিয়ে এলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শুভেচ্ছা বক্তব্য শেষে শুরু হয় জেন-জি প্রজন্মের প্রশ্নোত্তর পর্ব। তরুণদের সক্রিয় অংশগ্রহণে ভিন্নধর্মী এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান জামায়াত আমির।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com