সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশটি আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে মর্মাহত।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তার দৃঢ় মনোবল, সাহসিকতা ও নেতৃত্ব দীর্ঘদিন ধরে জনগণকে অনুপ্রাণিত করেছে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক শোকবার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, চীন–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। চীনা জনগণ সর্বদা কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে স্মরণ করবে। পাশাপাশি কমিউনিস্ট পার্টি অব চায়না ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com