সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট ও শোকের মুহূর্তে মানুষের মাথার ওপর যেমন মায়ের ছায়া থাকে, আজ জাতি সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও সেই ছায়া হারালাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে কিংবা বাসায় অসুস্থ ছিলেন। কিন্তু বাইরে কাজ করতে গিয়ে আমাদের মনে হতো—মা তো আছেন, তিনি দেখবেন সবকিছু। সেই বিশ্বাস থেকেই আমরা শক্তি পেতাম।
তিনি আরও বলেন, যার নেতৃত্বের ছায়ায় একটি দীর্ঘ সময় পার হয়েছে, তিনি এত দ্রুত চলে যাবেন—এই শোক ও বেদনা কাটিয়ে ওঠা আমাদের জন্য যেমন কঠিন, তেমনি পুরো জাতির জন্যও তা অত্যন্ত কঠিন।
রিজভী বলেন, অসীম নিপীড়ন সহ্য করে, নিজের সন্তানের লাশ চোখের সামনে দেখেও তিনি শুধুমাত্র দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য টিকে ছিলেন। এত কষ্টের মধ্যেও তার চোখে-মুখে আমরা কখনও হতাশার ছাপ দেখিনি। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।
সংবাদ সম্মেলনে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, সারাদেশের মানুষ ও বিশ্ব আজ এই মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com