ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন তারেক রহমান

প্রকাশিত : ০৩:৪৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।’

তিনি আরও লেখেন, ‘আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা।’

তারেক রহমান বলেন, আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন।

ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরে তিনি লেখেন, তার কাছে বেগম খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা—যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের কল্যাণে। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও খালেদা জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। তার অপরিসীম ভালোবাসা কঠিন সময়েও পরিবারকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চনা ও চরম নিপীড়নের মধ্যেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দিয়েছেন পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে।

তারেক রহমান লেখেন, দেশের প্রশ্নে কখনও আপোষ করেননি খালেদা জিয়া। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই ছিল তার পরিবার, তার অস্তিত্ব ও সত্তা। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com