সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, সাহস ও সংগ্রামের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষায় আপসহীন, মানুষের নাগরিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেশের জনগণ, দলীয় নেতাকর্মী, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসহ সবাইকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছে।
এ উপলক্ষে বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো হলো—
ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী বিএনপির শোক পালন।
খ) আজ ৩০ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত ঘোষিত রাষ্ট্রীয় শোকের তিন দিন দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।
গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা।
ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ।
ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন।
চ) গুলশান ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা পর্যায়ের কার্যালয়ে শোকবহি খোলা।
ছ) মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সংক্রান্ত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে (ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে)।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com