সংগৃহীত
দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’—২০১৫ সালে লন্ডনের এক অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এই কথার পেছনে ছিল গভীর রাজনৈতিক বাস্তবতা। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তথাকথিত ‘মাইনাস টু’ ফর্মুলা বাস্তবায়নের সময় তাকে দেশত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়। সে সময় সপরিবারে বিদেশে পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও দৃঢ় অবস্থানে অনড় থাকেন খালেদা জিয়া। তিনি স্পষ্ট ভাষায় জানান, বিদেশে তার কোনো ঠিকানা নেই; জীবন-মৃত্যু সবই এ দেশের মাটিতে।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে খালেদা জিয়ার পথচলা সহজ ছিল না। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার নেতৃত্বে আস্থা রেখেছিল সাধারণ মানুষ। জনগণের সেই বিশ্বাসই তাকে টিকিয়ে রেখেছিল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে।
দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবদ্দশায় দেওয়া ঘোষণার মতো দেশের মাটিতেই তার জীবনের পরিসমাপ্তি ঘটে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com