ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৫:৪৯ এএম, ০১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে শিরোনামে বিভ্রান্তি, ক্ষোভ সারজিস আলমের

প্রকাশিত : ০৫:৪৯ এএম, ০১ জানুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি নেতা সারজিস আলম—ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে গণমাধ্যমের শিরোনাম ঘিরে বিতর্ক।

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের শিরোনামকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সারজিস আলম বলেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতের দুই কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি গোপন ছিল না। বরং জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, ভারতীয় কূটনীতিকরা বৈঠকের বিষয়টি তখন প্রকাশ না করার অনুরোধ করলেও জামায়াত আমির স্পষ্টভাবে জানিয়েছিলেন—দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হলে তা ভবিষ্যতে প্রকাশ্যেই হবে এবং সেখানে গোপনীয়তার কিছু নেই।

সারজিস আলম আরও বলেন, “এই তথ্য রয়টার্সে প্রকাশের পর বাংলাদেশের গণমাধ্যমে আসে। অথচ আমাদের দেশের কিছু তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থসংশ্লিষ্ট মিডিয়া শিরোনাম করেছে—‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক!’ এটাই আমাদের মিডিয়ার বাস্তব চিত্র।”

তিনি অভিযোগ করেন, যেসব মিডিয়া হাউজ অতীতে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সার্ভ করত, তারাই এখন নতুনভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।

এর আগে একই দিন সকালে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি জানান, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সাক্ষাতের কথা তুলে ধরেন। সেই সময় ভারতের দুই কূটনীতিকও অন্যদের মতো সৌজন্য সাক্ষাতে এসেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ওই সময় ভারতীয় কূটনীতিকরা সাক্ষাতের বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তবে তিনি তাদের জানিয়ে দেন, ভবিষ্যতে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো আলোচনা প্রকাশ্যেই হবে।

বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানান তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ২ দিন আগে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ‘আপোসহীন নেত্রী’ খালেদা জিয়া। তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করলেন তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুক পোস্টে দাদী খালেদা জিয় শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যায় গ্রেপ্তার: সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সরকারের নতুন সিদ্ধান্ত শিরোনাম চট্টগ্রামে প্রার্থীদের সম্পদ বৈষম্য: শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত শিরোনাম আওয়ামী লীগ–বিএনপি ছেড়ে জামায়াতে আসার আহ্বান, লতিফুর রহমানের মন্তব্যে সমালোচনা শিরোনাম ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে শিরোনামে বিভ্রান্তি, ক্ষোভ সারজিস আলমের