ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১২:৩১ এএম, ০১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

হলফনামায় তারেক রহমানের আয়-সম্পদ ও মামলার তথ্য প্রকাশ

প্রকাশিত : ১২:৩১ এএম, ০১ জানুয়ারি ২০২৬

বগুড়া-৬ সদর আসনে নির্বাচনে অংশ নিতে দাখিল করা হলফনামা নিয়ে সংবাদে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয়-সম্পদ ও মামলার তথ্য।

নিজস্ব প্রতিবেদক :

  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হিসেবে হলফনামা দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। এ আয় মূলত শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আসে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তার নামে ব্যাংকে জমা আছে ১ লাখ ২০ হাজার টাকা এবং এফডিআর রয়েছে ৯ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার। স্বর্ণালংকার রয়েছে ২ হাজার ৯৫০ টাকার এবং আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। নগদ অর্থ হিসেবে তার হাতে রয়েছে ৩১ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা।

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে নগদ অর্থ রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। পাশাপাশি তার ব্যাংক সঞ্চয় ১৫ হাজার ২৬০ টাকা এবং এফডিআরে রয়েছে ৩৫ লাখ টাকা।

স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, তারেক রহমানের নামে দুটি স্থানে মোট ৩ একর ৫ শতাংশ অকৃষি জমি রয়েছে। এর মধ্যে একটি জমির পরিমাণ ২ দশমিক ০১ একর এবং অন্যটি ১ দশমিক ৪ শতাংশ। এসব সম্পত্তির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ছাড়া তিনি উপহার হিসেবে ২ দশমিক ৯ শতাংশ জমির মালিক হয়েছেন।

তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে রয়েছে ১১১ দশমিক ২৫ শতাংশ অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৮০০ বর্গফুট আয়তনের একটি দোতলা ভবন।

হলফনামায় তারেক রহমান দুটি ঠিকানা উল্লেখ করেছেন। একটি গুলশান অ্যাভিনিউ, রোড নম্বর-১৯ এবং অপরটি ৯৬, গুলশান-২, ঢাকা।

মামলার তথ্য অনুযায়ী, তারেক রহমানের বিরুদ্ধে মোট ৭৭টি মামলা ছিল। এর মধ্যে ৫৪টিতে তিনি খালাস পেয়েছেন। ১২টি মামলায় অব্যাহতি পেয়েছেন, আটটি মামলা খারিজ হয়েছে এবং তিনটি মামলা বাদীরা প্রত্যাহার করেছেন। ৫৪টি খালাসের মামলার মধ্যে ২২টিতে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মুক্তি পান, আর বাকি ৩২টি মামলায় তিনি আগেই খালাস পেয়েছিলেন।

এ ছাড়া যেসব মামলা খারিজ, অব্যাহতি বা প্রত্যাহার করা হয়েছে, তার উল্লেখযোগ্য অংশই গণঅভ্যুত্থানের পর নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে ৭৭টি মামলার মধ্যে ৪০টি থেকে তিনি আগেই মুক্তি পেয়েছেন বলে হলফনামার তথ্যে উল্লেখ রয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ২ দিন আগে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ‘আপোসহীন নেত্রী’ খালেদা জিয়া। তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করলেন তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুক পোস্টে দাদী খালেদা জিয় শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যায় গ্রেপ্তার: সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সরকারের নতুন সিদ্ধান্ত শিরোনাম চট্টগ্রামে প্রার্থীদের সম্পদ বৈষম্য: শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত শিরোনাম আওয়ামী লীগ–বিএনপি ছেড়ে জামায়াতে আসার আহ্বান, লতিফুর রহমানের মন্তব্যে সমালোচনা শিরোনাম ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে শিরোনামে বিভ্রান্তি, ক্ষোভ সারজিস আলমের