ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১০:৫৬ এএম, ০২ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১০:৫৬ এএম, ০২ জানুয়ারি ২০২৬

দেবিদ্বারে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৪ মাসে তিনি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেননি। আল্লাহ ও দেশবাসীকে সাক্ষী রেখে তিনি দাবি করেন, কেউ সামনে এসে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে যারা ভোটকেন্দ্র দখল করেছে, কিংবা ভবিষ্যতে কেন্দ্র দখলের চেষ্টা করবে—তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জোটের নেতৃত্বে সরকার গঠনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল নীতি। কেউ তার বিরুদ্ধে ভোট দিলে তিনি সেই ভোটের নিরাপত্তা দেবেন, তবে ভোটাধিকার হরণ বা নির্বাচন কারচুপির চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসন, পুলিশ, ক্যাডার কিংবা অর্থের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ব্যাংক ঋণখেলাপিদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা নির্বাচনকে ঋণ পরিশোধের সুযোগ হিসেবে দেখছেন এবং দেবিদ্বারের উন্নয়ন বরাদ্দ লুট করে সেই ঋণ শোধ করার পরিকল্পনা করছেন—তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলমত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় একজন নেত্রী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে দীর্ঘদিন কারাবন্দি রেখে নির্যাতন করেছে। বিদ্রুপ ও কটাক্ষের শিকার হলেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবনের শিক্ষা থেকেই ভবিষ্যতে বাংলাদেশে ইনসাফভিত্তিক রাজনীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com