ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৬
সবারকথা ডেস্ক :
প্রকাশিত : ০৮:০০ এএম, ০৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

নির্বাচন ঘিরে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ

প্রকাশিত : ০৮:০০ এএম, ০৪ জানুয়ারি ২০২৬

কক্সবাজারে সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

সবারকথা ডেস্ক :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় তিনি এ তথ্য জানান।

সভায় ইসি সানাউল্লাহ বলেন, খুব শিগগিরই—সম্ভবত আজকের মধ্যেই—এ সংক্রান্ত একটি পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হবে। ওই পরিপত্রে যৌথবাহিনীর দায়িত্ব, কর্মপরিধি ও লক্ষ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

তিনি জানান, ইতোমধ্যে সব বাহিনী প্রধানকে নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং যৌথবাহিনীর অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার অবগত রয়েছে। এর ফলে সারা দেশে একযোগে অপারেশন পরিচালনায় কোনো সমন্বয় ঘাটতি থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, যৌথবাহিনীর অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচনকে ঘিরে যেসব অবৈধ অস্ত্র মজুত বা সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপরাধে ব্যবহৃত না হয়—সে বিষয়েও নজর রাখা হবে।

দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আর তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধি বড় ধরনেরভাবে লঙ্ঘিত হলে যৌথবাহিনী সরাসরি বিষয়টি দেখবে। ছোটখাটো অনিয়মের ক্ষেত্রে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো ব্যবস্থা নেবে।

রোহিঙ্গা ক্যাম্প সংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো কার্যকরভাবে সিল করে রাখতে হবে। পাশাপাশি স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী এসব পথ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com