ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে লাতিন আমেরিকার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আগে থেকেই সংবেদনশীলতা রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com