জনসভায় বক্তব্য দিচ্ছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি
ভারতে বসবাসরত তথাকথিত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বিতাড়ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে তার দেশে ফেরত পাঠানো হোক।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া ওয়াইসির এই বক্তব্য দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সমাবেশে ওয়াইসি বিজেপি সরকারের ‘বাংলাদেশি বিতাড়ন’ নীতির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলোতে বাংলাভাষী সাধারণ মানুষদের প্রায়ই ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, মহারাষ্ট্রের মানুষকে বলা হচ্ছে—বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দিল্লিতে অবস্থান করা আপনার সেই ‘বোন’ শেখ হাসিনাকে কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে না? তাকেও তার দেশে ফিরিয়ে দিন।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওয়াইসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে স্লোগান দিতে আহ্বান জানান। তার আহ্বানে জনতা সম্মিলিতভাবে ধর্মীয় স্লোগান উচ্চারণ করে।
ওয়াইসি বলেন, সাধারণ মানুষের ক্ষেত্রে যদি অনুপ্রবেশের অজুহাত দেখানো হয়, তবে ক্ষমতাচ্যুত একজন সাবেক সরকারপ্রধানকে কোন যুক্তিতে ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে—সে প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে বিভিন্ন সময়ে জানা গেছে। এই বিষয়টি নিয়ে ওয়াইসি আগেও একাধিকবার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com