রাশিয়ার তেল আমদানি ইস্যুতে ভারতের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হতে পারে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভদ্র ও ভালো মানুষ হলেও রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি সন্তুষ্ট নন।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে হলে নয়াদিল্লিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ কমাতে হবে। অন্যথায় ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর দ্রুতই আরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে।
এর আগেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছিল। তবে উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
এই পরিস্থিতিতে ভারত সরকার মার্কিন বাণিজ্য শর্তের বিষয়ে তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে ওয়াশিংটনের দাবির প্রতি নয়াদিল্লি এখনো নমনীয় হয়নি।
তবে কূটনৈতিক পর্যায়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ভারত সরকার রাশিয়া থেকে দৈনিক তেল আমদানি ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র—উভয় উৎস থেকে তেল কেনার সাপ্তাহিক হিসাব নিচ্ছে।
শুল্ক ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তত তিনবার তার সঙ্গে ফোনে কথা বললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। গত মাসে দিল্লিতে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com