নিজের ভেরিফায়েড পেজে লাইভে এসে ফেসবুক আইডি ডিজেবল হওয়ার তথ্য জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
লাইভ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের তার ব্যক্তিগত ফেসবুক আইডিটি বেশ কিছুদিন আগেই ডিজেবল করে দেওয়া হয়। তার দাবি, ভারতবিরোধী অবস্থান ও সে সম্পর্কিত একাধিক পোস্ট দেওয়ার পর কপিরাইট ক্লেইমের মাধ্যমে আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জায়গা সংকুচিত করতেই পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত প্রোফাইল টার্গেট করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশের কারণে এ ধরনের পদক্ষেপ উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com