ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৭:২২ এএম, ০৫ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত : ০৭:২২ এএম, ০৫ জানুয়ারি ২০২৬

কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক :

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা আশঙ্কাজনক

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠেছে। বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন এবং কলকাতার নিউ টাউনে ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে চিকিৎসা চলছিল। তবে গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

বিশ্বস্ত সূত্র জানায়, ওই দিন প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার অবস্থা বিবেচনায় ভেন্টিলেশনে রাখেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসায় সাড়া মিললেও তার অবস্থা এখনো সংকটাপন্ন।

এর আগে গত জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবং তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিন মাস তিনি আত্মগোপনে ছিলেন এবং একাধিকবার বাসা পরিবর্তন করতে বাধ্য হন। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ত্যাগ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি হলে তখন ভুল স্বীকার, অনুশোচনা কিংবা ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাস থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com