হাদি হত্যা মামলার তদন্ত অগ্রগতি নিয়ে মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধি সূত্রে জানা গেছে, বাপ্পী বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে রয়েছেন। তিনি পুলিশ পরিচয়ে রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে গত তিন মাস ধরে অবস্থান করছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে। নতুন তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শহীদ শরিফ ওসমান বিন হাদি একটি ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তার বক্তব্য ও কর্মকাণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগসহ সংশ্লিষ্ট মহলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তদন্তে পাওয়া তথ্যে উঠে এসেছে, হত্যাকাণ্ডে সরাসরি গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com