সংগৃহীত
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের নামাজে জানাজার আগে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন।
ফখরুল ইসলাম রবিন বলেন, মুছাব্বির হত্যার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যেও গ্রেপ্তার না হলে স্বেচ্ছাসেবক দল আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বাদ জোহর মুছাব্বিরের মরদেহ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক—অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, কোনো হত্যাকাণ্ড সেই লড়াই থামাতে পারবে না।
স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু বলেন, মুছাব্বির ছিলেন একজন সাহসী ও দেশপ্রেমিক কর্মী। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে তিনি একাধিকবার গ্রেপ্তার ও নিপীড়নের শিকার হয়েছেন, এমনকি একবার গুমের ঘটনাও ঘটেছিল। তার এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মুছাব্বির হত্যা সেই চক্রান্তেরই অংশ। দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। অন্যথায় জনগণই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
জানাজায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এসএম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com