ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৩:৫০ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ইসলামী মূল্যবোধকে ভিত্তি করেই রাজনীতি করবে বিএনপি: ঢাকা-৬ প্রার্থী ইশরাক হোসেন

প্রকাশিত : ০৩:৫০ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

ঢাকা-৬ প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আল ইশতেহার ফাউন্ডেশনের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী মূল্যবোধকে ভিত্তি করেই রাজনীতি করবে বিএনপি: ঢাকা-৬ প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই আগামী দিনে বিএনপি রাজনীতি পরিচালনা করবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার পাশে মিল ব্যারাকে আল ইশতেহার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি একই আদর্শে রাজনীতি করে যাচ্ছে।

শরিফ ওসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, “শরিফ ওসমান বিন হাদি ছিলেন সাহসী ও আদর্শবান দেশপ্রেমিক। তার আত্মত্যাগ আমাদের রাজনীতিতে যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার দেশপ্রেম ও ত্যাগ স্মরণ করা হবে।”

ইশরাক অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশ শাসন করেছে, যারা বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছিল। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই শক্তির পতন ঘটে, এবং জনগণ একটি নতুন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে বুকে ধারণ করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার রাজনীতি করবে।

স্থানীয় উন্নয়নের বিষয়ে ইশরাক হোসেন জানান, এলাকায় সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং জনগণের অংশগ্রহণে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com