ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১০:০৬ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হবে না: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত : ১০:০৬ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

খুলনায় সংখ্যালঘু সদস্যদের সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি কিংবা নাগরিক অধিকার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। বরং ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা সব ধর্মের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি, সহযোগী সদস্য ও সংখ্যালঘু সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করছে। তাদের বোঝানো হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে কিংবা নারীরা ঘরের বাইরে যেতে পারবে না—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

তিনি বলেন, বাস্তবতা হলো—জামায়াতের নেতৃত্বাধীন এলাকাগুলোতে হিন্দু অধ্যক্ষ, শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন এবং নিজ নিজ ধর্ম পালন করছেন কোনো বাধা ছাড়াই।

জামায়াত কখনো মিথ্যা মামলা বা দখলদারিত্বে জড়ায় না দাবি করে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কেউ সংখ্যালঘুদের বাড়িঘর, জমি কিংবা ঘের দখল করেনি। বরং গত ৫৪ বছর ধরে যারা রাষ্ট্রক্ষমতায় থেকেছে, তারাই এসব অনিয়মের সঙ্গে যুক্ত ছিল।

ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি ডা. নিত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সহ-সভাপতি অ্যাডভোকেট অশোক কুমার সিংহ, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ডা. সুজিৎ সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com