ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:৩৬ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

বিড়ি টান দিয়েও ভোট চাইলে ক্ষমা হতে পারে: ঝালকাঠি-১ প্রার্থী ড. ফয়জুল হক

প্রকাশিত : ০২:৩৬ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে কথা বলছেন ড. ফয়জুল হক

নিজস্ব প্রতিবেদক :

বিড়ি টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে ক্ষমা হতে পারে—ড. ফয়জুল হকের বক্তব্যে বিতর্ক

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারে, তবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন। ওই সভার ভিডিও ড. ফয়জুল হকের নামে পরিচালিত একটি ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিও বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, অনেকেই প্রতিদিন কয়েকটি করে বিড়ি সেবন করেন। বিড়ি কিনতে গিয়ে যদি কেউ দোকানদারের সঙ্গে গল্পের ছলে দেশের অবস্থা নিয়ে কথা বলতে বলতে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলেন, তাতে মানুষের আনন্দও হতে পারে। তিনি দাবি করেন, গল্পের ছলেই তিনি এসব কথা বলছেন।

আরও এক ধাপে তিনি বলেন, এমনও হতে পারে—কেউ জীবনে তেমন ইবাদত করার সুযোগ পায়নি, কিন্তু বিড়িতে সুখটান দিতে দিতেই যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আল্লাহ তার অতীতের ভুলত্রুটি মাফ করে দিতে পারেন।

পুরুষ ভোটারদের উদ্দেশে ড. ফয়জুল হক বলেন, এখন থেকে পাঁচ টাকার চা খেয়ে পনেরো টাকার গল্প করতে হবে। চায়ের দোকানে বসে চারপাশে দাঁড়িপাল্লার জয়জয়কারের কথা ছড়িয়ে দিতে হবে, যাতে অন্যরাও সেই কথায় যুক্ত হয়।

নারী ভোটারদের উদ্দেশেও তিনি ভিন্নধর্মী ভাষায় আহ্বান জানান। তিনি বলেন, এতদিন উঠানে বসে গল্প করা হলেও এখন থেকে সেই গল্পের বিষয় হবে দাঁড়িপাল্লা। একজন আরেকজনকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার কথা জানাবে এবং অন্তত পরিবার ও আত্মীয়স্বজনের আরও ২০ জন নারী ভোটারকে ফোন করে ভোট চাওয়ার আহ্বান জানাতে বলেন তিনি।

এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও অনেকেই ভাষা ও উপস্থাপন নিয়ে সমালোচনা করছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com