ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৭:১৫ এএম, ০৫ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ঢাকার বাইরে প্রথম সফরে তারেক রহমান, ১১ জানুয়ারি বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রকাশিত : ০৭:১৫ এএম, ০৫ জানুয়ারি ২০২৬

ঢাকার বাইরে প্রথম সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ১১ জানুয়ারি বগুড়া যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক :

স্বদেশে প্রত্যাবর্তনের পর প্রথমবার ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি পৈতৃক জেলা বগুড়া সফরের মাধ্যমে ঢাকার বাইরে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়া বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে সেখানেই রাত্রিযাপন করবেন।

এরপর ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার প্রয়াত মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি। গণদোয়া শেষে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তারেক রহমানের। পথিমধ্যে তিনি বগুড়ার মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরীফ জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। প্রায় ১৯ বছর ১৮ দিন পর তারেক রহমান নিজ জেলা বগুড়ায় আসছেন। সফরের দিন তিনি বগুড়ায় অবস্থান করবেন এবং পরদিন সকালে গণদোয়ায় অংশ নেবেন।

এদিকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান শিবগঞ্জের মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজারে জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। পরে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তাকে বিদায় জানাবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

মনোনয়ন যাচাই প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যাচাই-বাছাই শেষে তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে সেটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com