ঢাকা, ০৮ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

মাধ্যমিকের নতুন পাঠ্যবইয়ে যুক্ত হলো ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’

প্রকাশিত : ০২:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৬

মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অধ্যায়।

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি বছর মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’ অন্তর্ভুক্ত করেছে। নতুন বইগুলোতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ-অভ্যুত্থান, আন্দোলন দমনে রাষ্ট্রীয় ভূমিকা এবং ক্ষমতার পালাবদলের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে আন্দোলনকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, ঢাকার রাজপথে জনতার প্রতিরোধ, কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ এবং শহীদদের আত্মত্যাগের বিবরণ স্থান পেয়েছে। একই সঙ্গে আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ও ছাত্রলীগ-যুবলীগের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, ধাপে ধাপে আন্দোলনের বিস্তার এবং এর সামাজিক প্রভাব সংক্ষেপে তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিষয়টি ধারাবাহিকভাবে বুঝতে পারে।

এ ছাড়া নতুন পাঠ্যবইয়ে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। এনসিটিবি সূত্রে জানা যায়, ইতিহাসকে পূর্ণতা ও ধারাবাহিকতার সঙ্গে উপস্থাপনের লক্ষ্যেই এই সংযোজন করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা পাঠ্যবইয়ে এসব বিষয় অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে নতুন প্রজন্ম সমসাময়িক ইতিহাস সম্পর্কে বাস্তব ধারণা পাবে, স্বৈরশাসন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিষয়গুলো বুঝতে পারবে এবং শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে পারবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com