সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার ভারতের আগ্রাসী প্রভাব থেকে দেশকে মুক্ত করেছে। এখন বাংলাদেশ স্বাধীন কণ্ঠে কথা বলার সক্ষমতা অর্জন করেছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “সমালোচনার কিছু যৌক্তিক দিক থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রেই সমালোচনা নির্দয় পর্যায়ে চলে যায়। ১০টা কাজের মধ্যে ৪টা সম্পন্ন হলে সেটি তুলে ধরা উচিত, বাকি ৬টার জন্য দোষারোপ করা উচিৎ নয়।”
তিনি বিচার বিভাগের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “এখন পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি এবং বাজেটের বরাদ্দ সব উচ্চ আদালতের মাধ্যমে হচ্ছে। এটি কি কোনো সংস্কার নয়? ৫৪ বছরের ইতিহাসে এটা বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন।”
আইন উপদেষ্টা আরও বলেন, “আমরা গুম কমিশন গঠন করেছি এবং এর অভিজ্ঞতা থেকে হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার যেকোনো হিউম্যান রাইটস আইনের তুলনায় আমাদের আইন আরও কার্যকর।”
তিনি সরকারের অর্থনৈতিক অর্জনেও আলোকপাত করেন। ড. নজরুল বলেন, “রিজার্ভ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ভগ্নপ্রায় ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ২০ হাজারের বেশি বিরোধীদলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রত্যাহার—এসব কি কোনো সাফল্য নয়?”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com