সংগৃহীত
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সন্ত্রাসীর জামিনের দায় আইন মন্ত্রণালয়ের ওপর চাপানো অনুচিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, এসব জামিনের দায়িত্ব সংশ্লিষ্ট বিচারপতিদের এবং প্রধান বিচারপতির সাংবিধানিক কর্তব্য ছিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, হাইকোর্টে দেওয়া জামিনের জন্য আইন উপদেষ্টাকে দোষারোপ করা হচ্ছে, অথচ বিচার বিভাগের সিদ্ধান্তে আইন মন্ত্রণালয়ের সরাসরি কোনো ভূমিকা নেই। তিনি প্রশ্ন তোলেন, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় বাতিলের সময় তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক যখন দায় এড়াতে আইনমন্ত্রীর দিকে ইঙ্গিত করেছিলেন, তখন কেন সে প্রশ্ন তোলা হয়নি? একইভাবে বিচারপতি শামসুদ্দিন মানিকের বিতর্কিত কর্মকাণ্ডের দায়ও কি তখন আইনমন্ত্রীর ওপর চাপানো হয়েছিল?
আসিফ নজরুল বলেন, “যেসব সিদ্ধান্তের সঙ্গে আইন উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই, সেগুলোর দায় আমার ওপর চাপানো একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
নিজের বিরুদ্ধে সমালোচনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দুটি কারণে তাকে টার্গেট করা হচ্ছে—একটি হলো সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভিউ ও মনিটাইজেশন বাড়ানো, আরেকটি হলো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে দুর্বল করার চেষ্টা।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের তিন থেকে চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগের কথা ভেবেছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, লাগাতার ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা, অপমান এবং প্রাণনাশের আশঙ্কার মধ্যে কাজ করা অত্যন্ত কষ্টকর।
আইন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেছেন, একজন উপদেষ্টা পদত্যাগ করলে পুরো দলের মনোবল ভেঙে পড়বে এবং কাজ ব্যাহত হবে। সে কারণেই সব চাপ উপেক্ষা করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
শেষে আসিফ নজরুল বলেন, “আমি যতদিন বাংলাদেশে থাকবো, ততদিন সব প্রশ্নের জবাব দেবো এবং দায়িত্ব থেকে পিছু হটবো না।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com