সংগৃহীত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিগত ১৫ বছরে পুলিশ দলীয় হয়ে উঠেছিল এবং বিভিন্ন বিচ্যুতি দেখা দিয়েছিল। এসব পরিস্থিতি থেকে বের হয়ে পুলিশকে পুনরায় স্বমহিমায় দাঁড় করানো, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং তাদের কার্যক্রমে ফিরিয়ে আনা তাদের প্রধান লক্ষ্য।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জুলাই-আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, অনেক আন্দোলনকারী শহীদ হয়েছেন। পুলিশের লোভী বা দলকানা কর্মকর্তাদের কারণে আমাদের উপর যে দায়ভার এসেছে, তা কাটিয়ে উঠে আমরা পুলিশের মর্যাদা পুনঃস্থাপনের চেষ্টা করেছি। আমরা শতভাগ সফল নই, তবে চেষ্টা থেকে কোনো কমতি নেই।”
আইজিপি জানান, শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। “গত ১০-১৫ বছরে প্রতি বছরই ৩,৫০০ থেকে ৪,০০০ হত্যা সংঘটিত হয়েছে। আমাদের লক্ষ্য, একজনও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শিকার না হোক।”
নির্বাচন-কালীন আইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা আমাদের দায়িত্ব। পুলিশ একা নয়, নির্বাচনে আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা বাহিনী এবং কোস্ট গার্ডসহ অন্যান্য বাহিনী আমাদের সঙ্গে থাকবে।”
এর আগে তিনি রংপুর রেঞ্জের বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com