সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। গত ১৫ বছর আমি পাকিস্তানের দালাল ছিলাম।”
তিনি বলেন, “আমার আমেরিকায় বাড়ি আছে, পরিবারও চলে গেছে। যারা মিথ্যা প্রচার করেছে, তাদের কেউ কিছু বলেনি। এটা যে সবচেয়ে বড় সাইবার বুলিং।”
ড. আসিফ নজরুল বলেন, সরকারের কিছু কাজের স্বীকৃতি দেওয়ার দরকার আছে। “১০টা বিষয় যদি সরকারের মধ্যে ৪টি করা হয়, তবে সেগুলো স্বীকার করুন। বাকি ৬টির জন্য সমালোচনা করুন। কিন্তু এমনভাবে বলবেন না যেন কিছুই হয়নি।”
জুলাই মাসের মামলাগুলোয় জামিন বিষয়ে তার দায় নেই বলে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে যত জামিন হয়েছে, ৯০ শতাংশ হাইকোর্ট থেকে। হাইকোর্টে যদি ভুল হয়, সেটা বিচারকের দোষ। প্রধান বিচারপতি তাদের নিয়ন্ত্রণ করে; আইনমন্ত্রী কিছু করতে পারেন না।”
রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য দায় চাপানোর অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “দুই কারণে আমার ওপর দায় চাপানো হয়—একটি হলো ভিউ ও মনিটাইজেশন সুবিধা, অন্যটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ করা।”
বক্তব্য শেষে তিনি সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানান। “নিজেদের চিন্তা, সততা ও প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। আমরা যদি সৎ হই এবং নিয়ত পরিষ্কার রাখি, আগামী ৫–১০ বছরে দেশ অনেক ভালো জায়গায় পৌঁছাবে।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com