বিএনপি থেকে বহিষ্কারের পর বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা
বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজ এলাকায় জনসমর্থন আগের চেয়ে আরও বেড়েছে বলে দাবি করেছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের পর সাধারণ মানুষের কাছ থেকে আগের তুলনায় বেশি সাড়া পাচ্ছেন।
রুমিন ফারহানা জানান, বহিষ্কারের ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে হতাশ নন। বরং জনগণের প্রতিক্রিয়া তাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে। তার ভাষায়, “মানুষ বুঝেছে কে আদর্শের পক্ষে আর কে ক্ষমতার পক্ষে।”
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত প্রকাশের কারণে দলীয় শাস্তি নতুন কিছু নয়। তবে জনগণের ভালোবাসা ও সমর্থনই একজন রাজনীতিকের প্রকৃত শক্তি।
তিনি আরও দাবি করেন, বহিষ্কারের পর নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ আরও বেড়েছে। অনেকেই তাকে সরাসরি রাজনীতিতে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বিরোধী রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সামনে তার রাজনৈতিক অবস্থান কী হয়, সেদিকে নজর থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com