রাজনৈতিক অবস্থান বদলে জামায়াতের প্রার্থী এনায়েত
রাজনীতির পালাবদলের ধারায় আলোচনায় উঠে এসেছেন প্রভাবশালী নেতা এনায়েত। দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও আসন্ন নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ এনায়েত অতীতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা যায়। তার প্রভাব ও সাংগঠনিক দক্ষতার কারণে একসময় তিনি ক্ষমতাসীন দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তিনি জামায়াতের সঙ্গে যুক্ত হন। দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট আসনে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এনায়েতের দলবদল নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি নতুন পথে হাঁটছেন।
এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যে এনায়েত বলেন, জনগণের প্রত্যাশা ও আদর্শিক অবস্থান থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি নতুন প্ল্যাটফর্ম থেকে কাজ করতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ পরিচিত কোনো নেতার জামায়াতের প্রার্থী হওয়া আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com