ঢাকা, ০৬ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:২৪ এএম, ০৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ঢাকা-৯: ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিল করবেন তিনি

প্রকাশিত : ০২:২৪ এএম, ০৩ জানুয়ারি ২০২৬

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের পর প্রতিক্রিয়া দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেতা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

মনোনয়ন বাতিলের পর ডা. তাসনিম জারা জানান, ভোটারদের স্বাক্ষরের সঙ্গে সম্পর্কিত কারণে কর্তৃপক্ষ মনোনয়নপত্র বাতিল করেছে। তিনি বলেন,

“আমি আপিল করব। আশা করি আমার মনোনয়ন ফেরত পাব।”

এর আগে ২৯ ডিসেম্বর তিনি রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের মোট ভোটারের ১ শতাংশ সমর্থন আদায় করতে হয়েছিল তাকে।

হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারা একজন চিকিৎসক। তার বার্ষিক আয় সরকারি চাকরি থেকে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয়ের পরিমাণ ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। আয়কর হিসেবে তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।

সম্পদের বিবরণে দেখা যায়, তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই। তবে তার কাছে রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার, ব্যাংকে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ ১৬ লাখ টাকা। এছাড়া বিদেশে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড রয়েছে।

হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ বা সরকারি পাওনা নেই। স্বামী খালেদ সাইফুল্লাহর সম্পদের বিবরণেও উল্লেখ আছে—হাতে নগদ ১৫ লাখ টাকা, ৬ হাজার ব্রিটিশ পাউন্ড এবং বিদেশে ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।

ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা জন্মেছেন ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। পিতার নাম ফখরুল হাসান এবং মাতার নাম আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com