ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৬:৪৫ এএম, ২৭ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ

প্রকাশিত : ০৬:৪৫ এএম, ২৭ জুলাই ২০২৫

ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মামলাটি চূড়ান্তভাবে খারিজ হয়ে গেছে।

রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং অধ্যাপক ইউনূসের পক্ষে আইনজীবী তৌফিক হোসেন।

অনিক আর হক জানান, হাইকোর্টের রায় বাতিল চেয়ে করা রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১০ সালে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ময়মনসিংহে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এরপর ২০১১ সালে মামলাটি বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর হাইকোর্ট ২০২৩ সালের ২৪ অক্টোবর মামলাটি বাতিল করে রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে, যা চলতি বছরের ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত বিষয়টি ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। আজ আপিল বিভাগ সেই শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

এর ফলে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলার আর কোনো আইনগত বাধা থাকল না।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ক্ষমতা হস্তান্তরই উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় শিরোনাম নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ শিরোনাম আমতলীতে রোপন কৃত আমন ধানের চাড়া নস্ট করায় শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শিরোনাম জিডি"র ৬২ দিনেও ফোন উদ্ধার হয়নি এনামুল হকে"র শিরোনাম সুবর্ণচ চরবাটা বাঁশখালী সুইজ গেইট জামে মসজিদ কেন্দ্রের প্রাক-প্রাথমিকের এর শিক্ষকের অবৈধভাবে নিয়োগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিরোনাম বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!