সংগৃহীত
বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর সভাপতি সৈয়দ শাহজাহান সাজু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে উপস্থিত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করেন। পরে ফরমটি তিনি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের কাছে জমা দেন।
এ সময় ড. হেলাল উদ্দিন সৈয়দ শাহজাহান সাজুকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং সংগঠনের গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতিসহ প্রয়োজনীয় বই উপহার দেন।
জামায়াতে ইসলামীতে যোগদানের প্রতিক্রিয়ায় সৈয়দ শাহজাহান সাজু বলেন, ‘ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী যে অঙ্গীকার করেছে, অন্য কোনো রাজনৈতিক দল সেই সাহস দেখাতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘এই লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে আমি ন্যাপ ছেড়ে এই সংগঠনে যোগ দিয়েছি।’
দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দ শাহজাহান সাজু টানা ১০ বছর ধরে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি কল্যাণমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতির স্থান থাকবে না।
তিনি বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ বা জাতিগত বিভেদ ছাড়াই প্রত্যেক নাগরিক সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবে—এটাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।’
ড. হেলাল উদ্দিন আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা বারবার ক্ষমতায় থেকেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, জনগণ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ কারণেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তবে এসব অপপ্রচারে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com