ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৫ এএম, ১২ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

নির্বাচনের আগে একের পর এক রাজনৈতিক সহিং'সতা বাড়াচ্ছে উদ্বেগ

প্রকাশিত : ১২:৪৫ এএম, ১২ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে সহিংসতার মাত্রা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৫ সালে সারা দেশে প্রতিদিন গড়ে ১১ জন করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০২ জন। অন্যদিকে পুলিশ সদরদপ্তরের তথ্য বলছে, রাজনৈতিক ও অরাজনৈতিক সব মিলিয়ে গত বছর সারা দেশে মোট ৩ হাজার ৭৮৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫৩টি বেশি।

গত বছরের বিভিন্ন সময় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ১৭ নভেম্বর মিরপুরে স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। এর এক মাসের মধ্যেই ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে তিনি মারা যান। একই ধরনের ঘটনায় চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম সিকদার নিহত হন। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির।

নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভোট সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্বিগ্ন করে তুলছে। পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। প্রতিটি ঘটনার পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরাধ ও সমাজ বিশ্লেষকদের মতে, হত্যাকাণ্ডগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার প্রবণতাই অপরাধীদের আরও সাহসী করে তুলছে। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, টার্গেট কিলিংয়ের মতো ঘটনাকে যদি গুরুত্বহীনভাবে দেখা হয়, তাহলে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যায়।

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি সাঈদ হাসান মনে করেন, নির্বাচন সামনে রেখে এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। তার ভাষায়, গত ১৭ বছরে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে জমে থাকা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখন দৃশ্যমান হচ্ছে। তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো জরুরি।

বিশ্লেষকদের মতে, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সহনশীলতা ও ঐক্য গড়ে না উঠলে নির্বাচনের আগে সহিংসতার ঝুঁকি আরও বাড়তে পারে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com