সংগৃহীত
ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা প্রতিবেদনে বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ভারতে নয়—পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে বাংলাদেশের আপত্তি নেই।
তিনি জানান, আইসিসি প্রাথমিকভাবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আশ্বাস দিলেও পরে ভেন্যু পরিবর্তন করে ভারতের কেরালা ও অন্য একটি স্থানে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, ভেন্যু যেখানেই হোক, ভারত মানেই ভারত—এতে নিরাপত্তা শঙ্কা থেকেই যায়।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আমরা কখনো কলকাতার নাম বলিনি। আমাদের বক্তব্য স্পষ্ট—ভারতের বাইরে হলে কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কায় হলে আমাদের আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট সংকটের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘পাকিস্তানে হলে আমাদের কোনো সমস্যা নেই, সংযুক্ত আরব আমিরাতেও খেলতে রাজি। কিন্তু যেখানে আমাদের দলের একজন খেলোয়াড়ের জন্যই খেলার পরিবেশ নেই, সেখানে কীভাবে বিশ্বকাপ খেলি?’
তিনি অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক চাপের মুখে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড একটি খেলোয়াড়কে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা আইসিসির সামনে বড় প্রমাণ হিসেবে বিবেচিত হওয়া উচিত। একই সঙ্গে আইসিসির নিরাপত্তা টিমের পাঠানো চিঠিও স্পষ্টভাবে দেখাচ্ছে যে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের জন্য নিরাপদ পরিবেশ নেই।
বর্তমানে বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চলমান রয়েছে। বাংলাদেশের অবস্থান পরিষ্কার—নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে বিশ্বকাপ খেলতে তারা প্রস্তুত নয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com