সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি—বিজয় আমাদের হয়েই গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা।’
রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ্ চিশস্তি (রহ.)-এর ৪৯তম বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দশমিনা ও গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নুর বলেন, ‘আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, গণঅধিকার পরিষদসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার। সেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা হবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এ অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, ‘প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো বা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না।’
চাঁদাবাজি ও জনভোগান্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সবাই যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, তা নিশ্চিত করা হবে। আমি ৫ আগস্টের পর থেকেই বলে আসছি—ব্যবসা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ চাঁদাবাজি বা জনদুর্ভোগের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com