ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
কাজী মাহমুদুল হাসান, নাটোর :
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

মালয়েশিয়ায় দুবৃত্তদের হাতে নিহত নাটোরের প্রবাসী কবির

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

কাজী মাহমুদুল হাসান, নাটোর :

সংসারের স্বচ্ছলতা ফেরাতে সাত বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান নাটোরের বড়াইগ্রামের কবির হোসেন। প্রবাস জীবনে কষ্ট করে কাজ করে পরিবারকে সুখী করার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন আর পূরণ হলো না। মালয়েশিয়ার চামান্ডা উতিরাম এলাকায় দুবৃত্তদের হামলায় নিহত হয়েছেন প্রবাসী কবির হোসেন। তার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর থেকেই বাড়িতে চলছে হৃদয়বিদারক আহাজারি।

পরিবার সূত্রে জানা যায়, কবির হোসেন মালয়েশিয়ার একটি শিল্পকারখানায় (কে-সেল) গার্ড হিসেবে কর্মরত ছিলেন। গত ২০১৮ সালে কাজের উদ্দেশ্যে তিনি মালয়েশিয়া যান। প্রায় দুই বছর আগে ছুটিতে দেশে এসে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান। ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরে যান। আগামী ১ জানুয়ারি তার দেশে ফেরার কথা ছিল। বুকভরা স্বপ্ন নিয়ে স্ত্রী ও একমাত্র ছেলের কাছে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

কিন্তু মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় মালয়েশিয়ার কে-সেল কারখানার দ্বিতীয় গেটে দায়িত্ব পালনকালে দুবৃত্তদের হামলার শিকার হন কবির হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত আনুমানিক ৩টার দিকে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন কবিরের বাড়িতে। শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত কবির হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের কয়রাগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী শিউলী বেগম ও একমাত্র ছেলে সোহান হোসেনকে রেখে গেছেন।

নিহতের ছেলে সোহান হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা খুব শিগগিরই বাড়ি ফেরার কথা ছিল। আমরা সবাই অনেক আশায় ছিলাম। কিন্তু ডিউটিরত অবস্থায় কে বা কারা আমার বাবাকে খুন করেছে। কেন আমার বাবাকে হত্যা করা হলো, আমি তার বিচার চাই। সরকারের কাছে অনুরোধ—আমার বাবার লাশ যেন দ্রুত দেশে পাঠানো হয়।”

নিহতের স্ত্রী শিউলী বেগম বলেন, “আমার স্বামীর কত স্বপ্ন ছিল দেশে ফিরে সংসার করবে। রাত ৯টার দিকে আমাকে ফোন করেছিলেন। তখন আমি অসুস্থ থাকায় ঠিকমতো কথা বলতে পারিনি। ব্যথা কমলে ফোন দিতে বলেছিলেন। পরে আর যোগাযোগ হয়নি। কে আমার স্বামীকে মারলো, কেন মারলো—আমি এর বিচার চাই।”

প্রবাসে কবির হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের একটাই দাবি—নিহতের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com