সংগৃহীত
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মকাণ্ডকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মূল্যায়ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে জামায়াত আমীরের সঙ্গে একজন সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হয়েছে।
জানা গেছে, এটি কোনো বিশেষ সুযোগ নয়; বরং প্রচলিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতেই গানম্যান দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর এই নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা দেওয়া বা না দেওয়া—এটি সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। দল হিসেবে তারা এতে কোনো অতিরিক্ত দাবি করেনি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন দলটির নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা, সভা-সমাবেশ এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। জামায়াত আমীরকে গানম্যান দেওয়াও সেই ধারাবাহিকতার অংশ।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গানম্যান বা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com