সংগৃহীত
গণভোটের প্রচারণা পরিচালনার দায়িত্ব বিএনপির নয়, বরং এটি সরকারের দায়িত্ব—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মূল দায়িত্ব হচ্ছে ভোট প্রদান করা। গণভোটে সিদ্ধান্ত হয় ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর মাধ্যমে, আর চূড়ান্ত রায় জনগণই দেবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলটি আশা করছে নির্বাচন যত এগোবে, দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে। তার ভাষায়, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তুলনামূলক ভালো রয়েছে। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে প্রকৃত অবস্থা আরও স্পষ্ট হয়ে উঠবে।
বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রগতির পেছনে দলটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিচার বিভাগের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা—এসব অর্জন বিএনপির হাত ধরেই এসেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা রয়েছে এবং বর্তমানে সংস্কার কমিশনের মাধ্যমে যেসব প্রস্তাব গৃহীত হয়েছে, তার অনেকগুলোতেই বিএনপির সুপারিশ প্রতিফলিত হয়েছে।
আন্তর্জাতিক পানি বণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণের সঙ্গে বিএনপির একটি সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের অধিকার আদায়ের চেষ্টা করা হবে। সঠিক কূটনৈতিক আচরণ বজায় রাখতে পারলে প্রতিবেশী দেশের বিরূপ মনোভাবও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেট শুধু খেলা নয়—এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। তিনি অভিযোগ করেন, একজন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দেশের মর্যাদার জন্যও অপমানজনক। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানালেও ছোটখাটো বিষয়গুলোতে পারস্পরিক সমঝোতার ওপর গুরুত্ব দেন তিনি।
বর্তমান রাষ্ট্র কাঠামোয় সরকার গঠিত হলে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা নিজেরা কার্যকর ভূমিকা না রেখে দূরে বসে কথা বলে, তারাই এসব আশঙ্কা প্রকাশ করে। বিএনপি এসব ভয় পায় না বলে উল্লেখ করে তিনি বলেন, দলটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেও জানে এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com