ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা :
প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

নরসিংদীর পাঁচদোনায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা :

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডিমবাহী ভ্যানগাড়ি চালক মো. রস্তম আলী (৪০) নিহত হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ভ্যানগাড়ি চালক মো. রস্তম আলী পাঁচদোনার আড়ত থেকে ডিম বোঝাই করে ঘোড়াশাল যাচ্ছিলেন। ১২টা ৪০ মিনিটের দিকে আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে পৌঁছার পর সামনে থেকে আসা এক দ্রতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যান চালক রস্তমের মৃত্যু হয়। এছাড়া ডিমবাহী ভ্যানগাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়।

উপস্থিত স্থানীয় লোকজন এ ঘটনা মাধবদী থানায় জানালে উপপরিদর্শক শাহীন সরকার ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি। এরই মধ্যে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন।

মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার বলেন, ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ও চাপা পড়ে ভ্যানচালক রস্তমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com