ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

জীবননগরে আটক ব্যক্তির মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট সেনাদের প্রত্যাহার

প্রকাশিত : ০৪:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

জীবননগরে আটক ব্যক্তির মৃত্যুর পর সেনা অভিযানের তদন্ত শুরু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক অবস্থায় মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি ফার্মেসি থেকে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দোকানটিতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে আটক ব্যক্তিকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com