সংগৃহীত
পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের দাবি থেকেই এনসিপি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ডা. তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। প্রতিটি স্তরে জটিলতা বিদ্যমান, যেখানে অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন, তিনিই আবার নিয়োগদাতা—যা একটি অস্বচ্ছ ব্যবস্থার জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সে আলোচনা থেমে গেলে চলবে না। যারা ক্ষমতায় থাকবে, তাদের কার্যক্রমের জন্য জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জনগণের মানসিকতার পরিবর্তনের দিকেও ইঙ্গিত করেন তাসনিম জারা। তিনি বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় এবং পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাকে ভিন্ন পথে হাঁটতে অনুপ্রাণিত করেছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন, দলীয় প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com