সংগৃহীত
ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি এককভাবে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে না পারে, সে লক্ষ্যেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামোয় প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগ নিয়ে বারবার ক্ষমতা ব্যক্তি বিশেষের হাতে কেন্দ্রীভূত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ব্যক্তি নির্ভরতার বদলে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলেই স্বৈরাচারের ঝুঁকি মোকাবিলা করতে হবে। সে কারণেই জুলাই সনদে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার সুপারিশ রাখা হয়েছে। উচ্চকক্ষ চালু হলে জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও বহুমাত্রিক মতামতের প্রতিফলন ঘটবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল—সমতা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও সেই লক্ষ্য পূরণ হয়নি। ব্যক্তিতান্ত্রিক ক্ষমতার লোভে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় বিবেচনায় দুর্বল করে ফেলা হয়েছে। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম রাষ্ট্র পুনর্গঠনের একটি সুযোগ তৈরি করে দিয়েছে।
আলী রীয়াজ বলেন, ভবিষ্যতে যেন রাষ্ট্র কাঠামোর ফাঁকফোকর ব্যবহার করে আবার ফ্যাসিবাদের জন্ম না হয়, সে দায়িত্ব শুধু সরকারের নয়—সমাজের প্রতিটি মানুষের।
আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এই গণভোট কোনো সাধারণ নির্বাচন নয়; এটি রাষ্ট্রের ভিত্তি নির্মাণের নির্বাচন। রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে এবং তা আইনি, প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হলে গণভোটের মাধ্যমে জনগণের স্পষ্ট রায় প্রয়োজন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, গণভোট ব্যর্থ হলে ভবিষ্যতে তার মূল্য দিতে হতে পারে নতুন প্রজন্মকে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ পথ চিনে ফেলেছে এবং সুযোগ পেলে খুব দ্রুতই ফিরে আসতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতেই জুলাই সনদ ও গণভোটে জনগণের সম্মতি জরুরি।
বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান।
রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com