মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের সঙ্গে যাচ্ছেন দলীয় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুই নেতা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
তারা লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন।
আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এ আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ বছর বিএনপির তিন নেতা- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে' যোগ দেবেন না; তার পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবেন।
দলীয় অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এই সফর আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার জন্য বিএনপির প্রচেষ্টার অংশ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com