সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১-দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ বিষয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও, ওই সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেখ ফজলে বারী মাসুদ বলেন, ‘আমাদের গৃহীত সিদ্ধান্ত আজ অথবা আগামীকাল দলের আমির পীর সাহেব চরমোনাই আলাদা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।’ তিনি আরও বলেন, ‘জামায়াতসহ অন্য দলগুলো আজ সংবাদ সম্মেলন ডেকেছে কি না, সে বিষয়ে আমি অবগত নই। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমেই অবস্থান জানাবে।’
এদিকে ১১-দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক পোস্টে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলের বহুল প্রতীক্ষিত চূড়ান্ত আসন তালিকা বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
অন্যদিকে প্রাথমিক সমঝোতার আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এই আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে রাতে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দলটির আমিরের সংবাদ সম্মেলনের পরই স্পষ্ট হবে বলে জানা গেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com