ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৫১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

প্রচারের আগেই ভোটারদের কাছে ক্ষমাপত্র, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় বিএনপি প্রার্থী

প্রকাশিত : ১০:৫১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভিনব নানা উদ্যোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপি প্রার্থীরা। দেশজুড়েই চলছে সেই তৎপরতা। এরই মধ্যে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

অফিসিয়াল প্যাডে লেখা চিঠির সঙ্গে আলাদা করে যুক্ত করা হয়েছে ‘স্যরি’ এবং ‘ধন্যবাদ’। নির্বাচনের আগে প্রতিবেশীদের দ্বারে দ্বারে যেন এক ধরনের ক্ষমাপত্রই পৌঁছে দিচ্ছেন বিএনপির এই প্রার্থী। প্রচারণাকালে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে যেন আবাসিক এলাকার বাসিন্দারা কোনো ভোগান্তিতে না পড়েন—সে বিষয়েই আগাম সতর্কতা জানিয়েছেন তিনি।

বিশেষ করে উত্তরার ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় বসবাসকারীদের প্রতি চিঠির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এস এম জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতার বিষয়টিও স্পষ্ট করেন তিনি।

ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। এটি ঢাকার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই পথ দিয়েই দেশের অন্তত ২৭টি জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ স্থাপিত হয়। বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের কারণে এই আসনের ভোটারদের প্রত্যাশা ও আগ্রহ বরাবরই বেশি।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও রাজধানীতে দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানান, অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

এদিকে ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপির আরিফুল ইসলাম আদীব।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com