সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের রাজনীতির অন্যতম অদম্য নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুর পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল ও অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
মির্জা ফখরুল বলেন, “এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে—এটা আমরা কখনো কল্পনাও করিনি। এবারও আমরা আশা করেছিলাম, আগের মতোই তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। আজ আমরা গভীরভাবে শোকাহত।”
তিনি বলেন, “আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, জাতির এক বড় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “এই ক্ষতি অস্বাভাবিক এবং অপূরণীয়। এই জাতি কোনোদিন এই শূন্যতা পূরণ করতে পারবে না। যিনি তার পুরো জীবন জনগণের অধিকার ও কল্যাণের জন্য উৎসর্গ করেছেন, সেই দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই। এটা আমাদের মতো সহকর্মী ও রাজনৈতিক কর্মীদের জন্যও মেনে নেওয়া অত্যন্ত কঠিন।”
খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, বরং বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিএনপি নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে বেগম খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হবে।
মির্জা ফখরুল বলেন, “ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর সব বিষয় সমন্বয় করে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com