সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট ও শোকের সময়ে যেভাবে মায়ের ছায়া মাথার ওপর থাকে, আজ জাতি যেন সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও সেই আশ্রয় হারালাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো হাসপাতালে, কখনো বাসায় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বাইরে কাজ করতে গিয়ে আমাদের মনে হতো—মা তো আছেন, তিনি সবকিছু দেখবেন। এই বিশ্বাস থেকেই আমরা শক্তি ও প্রেরণা পেতাম।
তিনি বলেন, যাঁর নেতৃত্বের ছায়ায় দীর্ঘ একটি জীবন গড়ে উঠেছে, তিনি এত দ্রুত চলে যাবেন—এটা মেনে নেওয়া খুব কষ্টের। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা আমাদের জন্য যেমন কঠিন, তেমনি জাতির জন্যও এই ক্ষতি অপূরণীয়।
রিজভী আরও বলেন, অগণিত নিপীড়ন সহ্য করে, চোখের সামনে সন্তানের লাশ দেখেও কেবল দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য তিনি দৃঢ়ভাবে টিকে ছিলেন। এত কষ্টের মাঝেও তাঁর চোখেমুখে আমরা কখনো হতাশা দেখিনি। আজ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সারাদেশ ও বিশ্বের মানুষ এই মজলুম নেত্রীর মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com