ছবি : সংগৃহীত।
জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচির কথা জানান।
এ সময় আব্দুল্লাহ আল জাবের আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দিন সবাই যখন সেই বিষয়ে ব্যস্ত থাকবে, তখন পরিকল্পিতভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। তার দাবি, হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী মহল জড়িত থাকায় আসামিদের জনসম্মুখে আনা হচ্ছে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শহীদি শপথ’ পাঠ অনুষ্ঠানে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামী দুই দিন দেশের বিভিন্ন দেয়াল ও সড়কে শহীদ ওসমান হাদির সার্বভৌমত্ব ও ইনসাফের সংগ্রামের ইতিহাস তুলে ধরে দেয়াল লিখন ও গ্রাফিতি করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার লড়াইয়ের বার্তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামী ২৬ ডিসেম্বরের পরবর্তী কর্মসূচি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। তিনি বলেন, ওসমান হাদি সহিংসতার রাজনীতি বিশ্বাস করতেন না। তার জানাজায় প্রায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছিল। ইনকিলাব মঞ্চ কখনোই প্রতিশোধমূলক সহিংসতার পথে যেতে চায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করা মানে শুধু একজন মানুষকে নয়, বাংলাদেশের মাথায় গুলি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সবাই নিহত হলেও যদি একজন মানুষ জীবিত থাকে, তাহলে বাংলার মাটিতে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চলবে।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, যদি সরকার ইনকিলাব মঞ্চকে হুমকি হিসেবে দেখে, তাহলে সরকারই বাংলাদেশের শত্রু এবং ইনসাফ প্রতিষ্ঠার শত্রু।
তিনি আরও দাবি করেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com