ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৪০ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আওয়ামী লীগের ভোট নিতে বিএনপি ও জামায়াত প্রতিযোগিতায় নেমেছে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৮:৪০ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানতে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা চলছে। আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘স্টার নির্বাচনী সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু একটি দলের পতন নয়, বরং রাষ্ট্র ও জীবনব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে প্রত্যাশিত পুনর্গঠন বাস্তবায়িত হয়নি। বাস্তবতা মেনে নিয়েই দেশ নির্বাচনের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে এনসিপি। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসে ভরপুর, যা দেশ ও জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশন সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে দুর্নীতি রোধ সম্ভব নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের কার্যক্রম ও তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে। এ জন্য ‘হিসাব দাও’ নামে একটি কর্মসূচির প্রস্তাব দেন তিনি, যেখানে সরকার জনগণের কাছে সব কার্যক্রমের হিসাব তুলে ধরবে।

এদিকে বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দল দুটি। তারা বলছে, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপোষের প্রশ্নই ওঠে না। সংলাপ অনুষ্ঠানে নির্বাচনে জয়ী হলে নিজেদের প্রতিশ্রুতিও তুলে ধরে বিএনপি ও জামায়াত। অনুষ্ঠানে র‌্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করে বিএনপি ও জামায়াত।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com