ছবি: সংগৃহীত
খুলনা–১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত প্রার্থী জিয়াউর রহমান পাপুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও গনমিছিল করেছেন তাঁর কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় খুলনার ছাঁচিবুনিয়া মোড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই গনমিছিল অনুষ্ঠিত হয়দোয়া মাহফিল শেষে ছাঁচিবুনিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে জিয়াউর রহমান পাপুলের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি কর্মী-সমর্থকরা তাঁর বিগত দিনের ত্যাগ, রাজনৈতিক ভূমিকা এবং খুলনা–১ আসনের মানুষের জন্য তাঁর বিভিন্ন কাজের প্রসঙ্গ তুলে ধরেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে একটি গোষ্ঠী অযোগ্য ব্যক্তির হাতে মনোনয়ন তুলে দিয়েছে, যা দলের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেন তারা।
তাদের দাবি, যোগ্য প্রার্থী হিসেবে জিয়াউর রহমান পাপুলকে দ্রুত ধানের শীষের মনোনয়ন প্রদান করা হলে তিনি খুলনা–১ আসনের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com