ঢাকা, ০২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:১৭ এএম, ০১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

প্রকাশিত : ১১:১৭ এএম, ০১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি সমর্থন জানান।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুখলিছুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। তবে বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে ওয়ালী উল্লাহ নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমি কেন্দ্রের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং নোমান সাহেবের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি।”

মুখলিছুর রহমান আরও জানান, ব্যক্তিগত পদ বা মনোনয়ন পাওয়াই তাঁর উদ্দেশ্য নয়—ন্যায়নীতি, সুশাসন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। “আমি ও আমার সহকর্মীরা মাঠে পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাব,”—বলেছেন তিনি।

 

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। তাঁর ভাষায়, “ঐক্যই শক্তি—এই শক্তিই দাঁড়িপাল্লাকে বিজয়ের পথ দেখাবে।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com